এবার যুক্তরাজ্যের বাজারে ৩২০ কোটি ডলারের ‘ক্লাস অ্যাকশন’ মামলার ঝুঁকির মুখে পড়েছে শীর্ষ সামাজিক মাধ্যম ফেইসবুকের মূল প্রতিষ্ঠান ‘মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড’। ফেইসবুক চার কোটি ৪০ লাখ ব্যবহারকারীর ব্যক্তিগত ডেটার সুযোগ নিয়ে বাজার আধিপত্যের অপব্যবহার করেছে বলে অভিযোগ তুলছেন ব্রিটিশ বাজার পর্যবেক্ষক সংস্থার শীর্ষ কর্মকর্তা।
২০১৫ থেকে ২০১৯ সালের মধ্যে ফেইসবুকের ব্রিটিশ ব্যবহারকারীদের পক্ষে ওই ‘ক্লাস অ্যাকশন’ মামলা করার কথা জানিয়েছেন ব্রিটেনের ‘ফাইন্যানশিয়াল কনডাক্ট অথরিটি (এফসিএ)’র জেষ্ঠ্য পরামর্শক লিজা লাভডাল গর্মসেন।
মামলার আবেদনটি প্রথম শুনবে লন্ডনের ‘কম্পিটিশন আপিল ট্রাইবুনাল’। ফেইসবুক নিজ প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের প্রবেশাধিকার দিতে অন্যায় শর্তাবলী জুড়ে দিয়েছিল বলে মামলার অভিযোগে উল্লেখ থাকার কথা উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে। এর ফলে ব্যক্তিগত গোপন তথ্য ফেইসবুকের হাতে তুলে বাধ্য হয়েছিলেন ব্যবহারকারীরা।