সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে একটি গাড়ি বোমা বিস্ফোরণে আটজন নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রধান।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, বুধবার নগরীর বিমানবন্দরমুখী একটি সড়কে বিস্ফোরণটি ঘটে। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ওসমান পার্শ্ববর্তী একটি মসজিদে নামাজ পড়ার সময় বিস্ফোরণের শব্দ শুনতে পান। তিনি বলেন, ‘মসজিদের বাইরে এসে আমি দেখি, কয়েকটি পুরনো বাড়ি ধসে পড়েছে, বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন হাত, পা ছড়িয়ে ছিটিয়ে আছে।’
তিনি সেখানে নয়টি লাশ দেখতে পাওয়ার কথা জানালেও অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রধান আবদিকাদির আবদিরাহমান আটজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন।