ভারতে ভোট–প্রতিশ্রুতির বহরে অর্থনীতির নাভিশ্বাস

প্রথম আলো প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২২, ১১:১০

এতে আদৌ কারও টনক নড়বে কি না সন্দেহ, তবে ভোট-আবহে পাঞ্জাবি এই ভদ্রমহিলার টুইট বেশ সাড়া ফেলেছে। এভাবে এত দিন কাউকে ভাবতে দেখা যায়নি।


ভদ্রমহিলার নাম মমতা আশু। তিনি ভারতের পাঞ্জাব প্রদেশের লুধিয়ানা শহরের কংগ্রেসি কাউন্সিলর। তাঁর স্বামী ভারত ভূষণ আশু রাজ্যের খাদ্যমন্ত্রী। নিত্যদিন সব রাজনৈতিক দল যখন প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিচ্ছিল, সেই সময় মমতা আশুর টুইট, ‘দয়া করে আমাদের বলিতে চড়াবেন না। টাকাপয়সার প্রতিশ্রুতি দেওয়া বন্ধ করুন। নারী হিসেবে আমরা গর্বিত। দিতেই যদি হয়, তাহলে নারীদের নিরাপত্তা দিন। সমানাধিকার দিন। সম্মান দিন।’


মমতা আশুর টুইট সেই দিন করা, যেদিন পাঞ্জাবের প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোৎ সিং সিধু রাজ্যের বিভিন্ন বয়সী নারীর জন্য বিভিন্ন রকমের সহায়তার প্রতিশ্রুতি দেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us