যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে আওয়ামী লীগ অফিসে বোমা হামলা, গুলি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতের এই হামলায় ইউপি সদস্যসহ আরও ২ যুবলীগ কর্মী আহত হয়েছেন।
এ ঘটনায় এ পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আহতরা হলেন, নবনির্বাচিত ইউপি সদস্য কামরুল হাসান (৩৮), কামরুল হোসেন (৩৬) ও টুটুল বিশ্বাস (৩৪)। আহতরা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান বলেন, বাগআঁচড়া বাজারে আওয়ামী লীগ কার্যালয়ে হামলার ঘটনায় ৪ জনকে আটক করেছে। বোমা হামলার আলামত উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং নৌকার পরাজিত চেয়ারম্যান প্রার্থী ইলিয়াস কবীর বকুল অভিযোগ করেন, নব নির্বাচিত চেয়ারম্যান (বিদ্রোহী প্রার্থী) আবদুল খালেকের নেতৃত্বে এ হামলা হয়েছে।