করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তারের মধ্যে ভারতে এখন সক্রিয় কোভিড রোগীদের ৫ থেকে ১০ শতাংশকে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এ তথ্য প্রকাশ করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে টাইমস অব ইনডিয়া।
হাসপাতালে ভর্তির হার তুলনামূলকভাবে কম দেখালেও যে কোনো সময় দ্রুত পরিস্থিতি বদলে যেতে পারে জানিয়ে রাজ্য সরকারগুলোকে সতর্ক থাকতে বলেছে ভারতের কেন্দ্রীয় সরকার।
স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ বলেছেন, রোগী বেড়ে গেলে যাতে পরিস্থিতি সামাল দেওয়া যায়, সেজন্য হাসপাতালে পর্যাপ্ত রসদের পাশাপাশি কর্মীদের উপস্থিতিও নিশ্চিত করতে হবে। পাশাপাশি এখন যারা কোভিডে আক্রান্ত হয়ে বাসায় বা হাসপাতালে আইসোলেশনে আছেন, তাদের পর্যবেক্ষণে রাখতে হবে।