কিশোরগঞ্জের হাওরাঞ্চলের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মেদ তৌফিক রাজনীতির মাঠে সার্বক্ষণিক ব্যস্ততার পরেও এক নান্দনিক জীবন-যাপন করেন। দরাজ গলায় গান করেন। আবৃত্তি করেন। রূপসী বাংলার নিসর্গ, প্রকৃতি ও মানুষের ছবি তুলেন।
তৌফিকের ক্যামেরার চোখে মূর্ত হয়েছে অপরূপ বাংলা। বিশেষত হাওরাঞ্চলের প্রাণবৈচিত্র্য ও বহুমাত্রিক জীবন প্রাণ পায় তার ক্যামেরার লেন্সে। শীতের এই বিমূর্ত পরিবেশে অতলান্ত হাওরে থৈ থৈ পানি আর নেই। সেখানে এখন আদিঅন্তহীন মাঠে সবুজ ফসলের উচ্ছ্বাস। আকাশ ও মৃত্তিকার যুগলবন্দীতে সূর্যের আবিরখেলার অনিন্দ্য সৌন্দর্য ফ্রেমে ধরেছেন তিনি।
আগেও তৌফিক হাওরের জলে বিম্বিত বছরের শেষ সূর্যাস্ত কিংবা প্রথম সূর্যোদয় ধারণ করেছেন। জোছনা আলোকিত হাওরের জল প্লাবিত কল্লোল তুলে এনেছেন। স্থির চিত্রে দেখিয়েছেন হাওরের দিগন্তরেখা কিংবা জলের ভূগোলে উদ্ভাসিত সুপার মুন।