শিপন ও ইউসুফ মধ্যবিত্ত পরিবারের সন্তান। মধ্যবিত্ত পরিবারে অভাব নিত্যনৈমিত্তিক ব্যাপার। আর সেই অভাবের সংসারের সঙ্গে তাল মিলিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছে শিপন ও ইউসুফ। ছোটকাল থেকে তাদের পড়াশোনায় বেশ আগ্রহ। বলতে গেলে দুজনই মেধাবী ছাত্র। সব সময় নতুন কিছু জানার জন্য আগ্রহের সঙ্গে শিখতে চেষ্টা করে। শিপনের ইচ্ছা পড়াশোনা শেষ করে দেশের একজন বড় অফিসার হবে। পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নতি করবে। ঠিক তেমনই ইউসুফের ইচ্ছা পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি করবে। পরিবারের অভাব দূর করে ঘর আলোকিত করবে।
শিপন ও ইউসুফের কথাগুলো কাল্পনিক হলেও তাদের মতো এ দেশে আরও লাখো শিক্ষার্থীর বাস্তব জীবনে স্বপ্ন এমনই। কিন্তু যখন তারা পড়াশোনা শেষ করে চাকরির পরীক্ষায় যায়, তখন সেই স্বপ্ন নিমেষেই ধূলিসাৎ হয়। কারণ, আমাদের দেশে চাকরির পরীক্ষায় নিয়োগপ্রক্রিয়ায় দুর্নীতি ও প্রশ্নপত্র ফাঁস মহামারি হয়ে দাঁড়িয়েছে। এর সঙ্গে শুধু অসাধু কর্মকর্তারাই জড়িত নন, সম্প্রতি কিছু শিক্ষকও যুক্ত হয়ে পড়ছেন। এর কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে পুরো শিক্ষকসমাজ। কলুষিত হচ্ছে মহান পেশার অতীতের গৌরব ও মর্যাদা। কিন্তু দিন শেষে কোনো আশার বাণী শোনা যায় না, বরং চাকরিপ্রত্যাশীদের অসহায়ত্বের বহিঃপ্রকাশ ঘটে তাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে না পারায়।