অ্যাডভান্সড সার্চ ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে অ্যাপের মধ্যে থেকেই একাধিক জরুরি বিষয়ে সার্চ করা যাবে। তবে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টে এই ফিচার ব্যবহার করা যাবে।
জানা গেছে, অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই প্ল্যাটফর্মেই এই ফিচার সাপোর্ট করবে। এই ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা প্রয়োজনীয় তথ্য অ্যাকসেস করতে সক্ষম হবেন। ভিডিও, অডিও, ডকুমেন্ট, লিঙ্ক, জিআইএফসহ কিছু জিনিস অ্যাডভান্সড সার্চে দেখে নিতে পারবেন ব্যবহারকারীরা।
এর আগে এক প্রতিবেদনে বলা হয়েছিল, ‘বিজনেস নেয়ারবাই’ নামের আরও একটি ফিচার নিয়ে কাজ করছে এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম। এই ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা কাছের হোটেল, মুদিখানার দোকান, জামাকাপড়ের দোকানসহ আরও একাধিক দরকারি ব্যবসা সম্পর্কে জানতে পারবেন।