পেঁয়াজের কেজি ২৭ টাকা

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২২, ১৫:৩৭

আমদানি বাড়ায় মাত্র একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৪-৫ টাকা। একদিন আগেও বন্দরে প্রতি কেজি নতুন ইন্দোর জাতের পেঁয়াজ ৩১-৩২টাকা দরে বিক্রি হয়েছে। তবে এখন কমে তা ২৭টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে পেঁয়াজের দাম কমায় খুশি বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকারসহ নিম্ন আয়ের মানুষজন।  


হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী সবুজ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, বাজারে দেশি পেঁয়াজ ওঠার কারণে সরবরাহ বেড়েছে। ভারতীয় পেঁয়াজের চাহিদা এখন কম। অপরদিকে মৌসুম শেষ হওয়ায় ভারতীয় পেঁয়াজের মানও খারাপ। এছাড়া আমদানি করা পেঁয়াজে গাছ গজিয়ে ওঠায় এখন দাম কম। এমন অবস্থায় ভারত থেকে পেঁয়াজ আমদানি করে লোকসান গুণতে হচ্ছে আমদানিকারকদের। যে কারণে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি কিছুটা কমিয়ে দিয়েছিলেন আমদানিকারকরা। এ কারণে বৃহস্পতিবার বন্দর দিয়ে মাত্র তিন ট্রাক পেঁয়াজ আসে। এতে দাম বাড়তির দিকে ছিল। তবে আবারও দেশের বাজারে পেঁয়াজের দাম কিছুটা বাড়ার কারণে আমদানি বেড়েছে। এতে করে দাম আবার কিছুটা কমেছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us