পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যানপদে ক্ষমতাসীন আওয়ামী লীগকে ছাড়িয়ে গেলেন স্বতন্ত্র প্রার্থীরা। অবশ্য স্বতন্ত্রদের বেশিরভাগই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।
বুধবার (৫ জানুয়ারি) অনুষ্ঠিত ৭০৮টি ইউপির মধ্যে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) পর্যন্ত ৬৯২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীর ফলাফল সমন্বয় করেছে নির্বাচন কমিশন। এতে দেখা গেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে ৩৪১ জন নির্বাচিত হয়েছেন। অন্যদিকে ৩৪৬ জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।