প্রতিশ্রুতি নিয়ে বিরোধী দলগুলোর কাছে যাবে বিএনপি

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২২, ২১:২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনসহ সামগ্রিক রাজনৈতিক ইস্যুতে বিরোধী দলগুলোর সঙ্গে মতবিনিময়ের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। গত সোমবার (৩ জানুয়ারি) স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। ভবিষ্যৎ প্রশ্নে পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে দলীয় অবস্থান তুলে ধরতে এবং সুনির্দিষ্ট রাজনৈতিক ইস্যুতে তাদের মনোভাব জানতে মতবিনিময় করতে চায় বিএনপি।


দলের স্থায়ী কমিটির কয়েকজন সদস্যের সঙ্গে আলাপকালে জানা গেছে, আগামী ১২ জানুয়ারি জেলাপর্যায়ে সমাবেশ শুরু হওয়ার কারণে দ্বিতীয় পর্বে অনুষ্ঠেয় এসব কর্মসূচির পরই মতবিনিময় শুরু করবে বিএনপি।


বুধবার (৫ জানুয়ারি) রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের জেলা পর্যায়ে যেসব কর্মসূচি চলছে, গণসংযোগ চলছে, এসব শেষ করে মতবিনিময়ের বিষয়টি ফাইনালাইজড করবো।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us