হাতে একটি স্মার্টফোন থাকলেই এখন ছবি পছন্দমতো এডিট করা সম্ভব। যদিও এর জন্য জানতে হবে বেশ কয়েকটি অ্যাপ ও টুলস সম্পর্কে। তাহলে চলুন এক মিনিটেই এ বিষয়ে বিস্তারিত জেনে নিই-
রিডিউস ইমেজেস
আপনার স্মার্টফোন যেমনই হোক না কেন এই অ্যাপটি ব্যবহার করা যায়। আবার চাইলে আপনার ল্যাপটপ বা ডেস্কটপেও এটি ব্যবহার করতে পারেন। এর জন্য আপনাকে প্রথমে reduceimages.com ওয়েবসাইটে যেতে হবে। ছবির মাপ বদল করার জন্য আপনাকে প্রথমে নির্দিষ্ট ছবিটি বেছে নিতে হবে। সিলেক্ট ইমেজ বাটনে ক্লিক করার পরে ছবিটি আপলোড করতে হবে। সেই সময়ে আপনি যতটা শতাংশ বা পিক্সেলে ছবির মাপ বেঁধে রাখতে চাইছেন তা ঠিক করে নিয়ে রিসাইজ লেখায় ক্লিক করতে হবে। এক মুহূর্তের মধ্যে ছবি ছোট হয়ে আপনার মনের মতো হয়ে যাবে। এ বার ডাউনলোড করে নিলেও হল।