স্বাধীনতার পর নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম চেয়ারম্যান আলী আহাম্মদ চুনকারের নির্বাচনী কর্মী ছিলেন শঙ্কর চন্দ্র। সেই সময়ের তরুণ শঙ্কর এখন বার্ধক্যে। তবে সেই নির্বাচনের অনেক ঘটনা এখনো তাঁর স্মৃতিতে স্পষ্ট।
স্মৃতি থেকে শঙ্কর চন্দ্র বললেন, ‘চুনকা সাব শরীরে ছোটখাটো মানুষ আছিলেন, কিন্তু আদব তমিজে (আচরণে) আছিলেন অনেক বড়। মানুষরে বুকে জড়াইয়া ধরতেন, মুরব্বিগো পায়ে হাত দিয়া আশীর্বাদ নিতেন। এমন না যে নির্বাচনের আগে হাতে–পায়ে ধইরা ভোট চাইল আর ভোট শেষ অইলে আসমানের চান হইয়া গেল। উনি সব সময়ই মানুষের হাত–পায়ে ধইরা কথা কইতেন। নির্বাচন আসার পর থেইকা নেতারা আমাগো কাছে ছুইটা আসতাছে। হাত–পায়ে ধইরা তারা আশীর্বাদ চায়। বিষয়ডা আমাগো ভালো লাগে। এইডাই নির্বাচনের সৌন্দর্য। তারা যেন নির্বাচনের পরেও জনগণরে গুরুত্ব দেয়।’