‘এটাই কি ইমরান খানের নতুন পাকিস্তান?’, সাবেক স্ত্রীর গাড়ি লক্ষ্য করে হামলা!

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২২, ১৪:০৫

পারিবারিক অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তদের হামলার মুখে পড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান। সোমবার (৩ জানুয়ারি) রাতে এ দুর্ঘটনার শিকার হন তিনি।


ঘটনার প্রেক্ষিতে টুইটারে নিজের ক্ষোভ প্রকাশের পাশাপাশি ইমরান খানের 'নয়া পাকিস্তান'-এর দিকে আঙুল তুলেছেন রেহাম খান। টুইটারে তিনি লেখেন, "ভাগ্নের বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলাম। এসময় আমার গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয় এবং মোটরসাইকেলে থাকা দুজন ব্যক্তি আমাদের বন্দুকের মুখে আটকে রাখে। এর জন্য সাথে সাথেই আমাকে গাড়ি বদল করতে হয়েছে। কিন্তু আমার পিএস এবং ড্রাইভার তখনো গাড়ির ভেতরেই ছিল। এটাই কি ইমরান খানের নতুন পাকিস্তান? তাহলে কাপুরুষ, লোভী ও প্রতারকদের রাজ্যে আপনাকে স্বাগতম!"


পাকিস্তান সরকারের কট্টর সমালোচক রেহাম খান নিজে একজন অধিকারকর্মী এবং তিনি মনে করেন, এ ঘটনার দায় পাকিস্তান সরকারকেই নিতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us