দলীয় প্রার্থীর বিপক্ষে থাকলে যত বড় নেতাই হোন, ব্যবস্থা নেওয়া হবে

প্রথম আলো আব্দুল হাই প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২২, ১৬:১৩

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে আওয়ামী লীগ দুবারের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে মনোনয়ন দিয়েছে। তবে তাঁর পক্ষে এখনো নির্বাচনী প্রচারকাজে নারায়ণগঞ্জ–৪ আসনের সাংসদ শামীম ওসমানকে দেখা যায়নি। গুঞ্জন আছে, নির্বাচনে শামীম ওসমান দলের প্রার্থী আইভীর বিপক্ষে কাজ করছেন। তাঁর ইন্ধনে তৈমুর আলম খন্দকার নির্বাচনে দাঁড়িয়েছেন। গত দিনে নানা ইস্যুতে আইভী-শামীম ওসমানের প্রকাশ্যে বিরোধ দেখা গেছে। এসব নিয়ে প্রথম আলো কথা বলেছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাইয়ের সঙ্গে।


প্রথম আলো: নারায়ণগঞ্জে আওয়ামী লীগের রাজনীতিতে শামীম ওসমান একটি ফ্যাক্টর। তবে সিটি নির্বাচনে দলের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর পক্ষে তাঁকে দেখা যাচ্ছে না...
আবদুল হাই: কেন্দ্রীয় নেতারা বিষয়টি সম্পর্কে সব জানেন। কেউ যাতে নির্বাচনে দলের বাইরে গিয়ে প্রভাব সৃষ্টি করতে না পারেন, সে কারণে কেন্দ্র ওয়ার্ড ভাগ করে দায়িত্ব দিয়েছে। বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে আজ ডাকা হয়েছে। তাঁদের সঙ্গে কেন্দ্রীয় নেতারা কথা বলবেন।


প্রথম আলো: গুঞ্জন আছে শামীম ওসমান দলের প্রার্থীর বিপক্ষে কাজ করছেন, এটা কতটুকু সত্য?
আবদুল হাই: দলের বাইরে গিয়ে কেউ কখনো সুবিধা করতে পারেননি। তিনি যত বড় প্রভাবশালী নেতাই হোন না কেন। সিটি নির্বাচনের বিষয়টি কেন্দ্র জানে, তারা বিষয়টি দেখছে। এ কারণেই দলের থানা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদককে ডেকেছেন কেন্দ্রীয় নেতারা। তাঁদের সঙ্গে কথা বললেই তাঁদের মনোভাব বোঝা যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us