৮৭৪টি গাড়ি পুড়িয়ে নববর্ষ উদযাপন!

এনটিভি প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২২, ২১:৩০

নববর্ষ উদযাপনের সময় কয়েক দশকের পুরোনো ঐতিহ্যের অংশ হিসেবে এ বছর ৮৭৪টি গাড়ি পুড়িয়ে দিয়েছে ফ্রান্সের কিছু মানুষ। যানবাহন ও আবর্জনা পোড়ানোর পর জিজ্ঞাসাবাদের জন্য ৪৪১ জনকে আটক করেছে পুলিশ। বিবিসি ও সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন জানিয়েছেন, করোনাভাইরাস-সম্পর্কিত বিধিনিষেধের কারণে গাড়ি পোড়ানোর সংখ্যাটি আগের বছরের তুলনায় কম।


২০১৯ সালের নববর্ষ উদযাপনের সময় এক হাজার ৩১৬টি গাড়ি পোড়ানো হয়। ফ্র্যান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। সে সময় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল ৩৭৬ জনকে। তবে ২০২০ সালে লকডাউন থাকায় গাড়ি পোড়ানোর কোনো তথ্য নেই দেশটির পুলিশের কাছে

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us