নববর্ষ উদযাপনের সময় কয়েক দশকের পুরোনো ঐতিহ্যের অংশ হিসেবে এ বছর ৮৭৪টি গাড়ি পুড়িয়ে দিয়েছে ফ্রান্সের কিছু মানুষ। যানবাহন ও আবর্জনা পোড়ানোর পর জিজ্ঞাসাবাদের জন্য ৪৪১ জনকে আটক করেছে পুলিশ। বিবিসি ও সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন জানিয়েছেন, করোনাভাইরাস-সম্পর্কিত বিধিনিষেধের কারণে গাড়ি পোড়ানোর সংখ্যাটি আগের বছরের তুলনায় কম।
২০১৯ সালের নববর্ষ উদযাপনের সময় এক হাজার ৩১৬টি গাড়ি পোড়ানো হয়। ফ্র্যান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। সে সময় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল ৩৭৬ জনকে। তবে ২০২০ সালে লকডাউন থাকায় গাড়ি পোড়ানোর কোনো তথ্য নেই দেশটির পুলিশের কাছে