পাকিস্তানে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে এক বৈঠকের সময় পাকিস্তানী পররাষ্ট্রমন্ত্রীর "অপমানজনক" বসার ভঙ্গি নিয়ে বেশ ক্ষিপ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সৌদি আরবের জনগণ।
গত মঙ্গলবার ইসলামাবাদে অনুষ্ঠিত এই বৈঠকের সময় পাকিস্তানী পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে এক পায়ের উপর আরেক পা তুলে বসতে দেখা যায়। সেসময় উপরে থাকা পা সৌদি রাষ্ট্রদূত, নাওয়াজ বিন সাইদ আল-মালিকির দিকে তাক করা ছিল। যে কারণে এই বসার ভঙ্গি নিয়ে ব্যাপক আপত্তি প্রকাশ করেছে সৌদি জনগণ।