নতুন বছরে বর্বরতার ছায়া সরে যাক

ইত্তেফাক স্মৃতি চক্রবর্তী প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২২, ০৯:০৪

আমরা জানি, কক্সবাজারসহ দেশে অত্যন্ত মনোমুগ্ধকর অনেক পর্যটনকেন্দ্র রয়েছে যেগুলোর দিকে পর্যটকদের রয়েছে বিশেষ আকর্ষণ। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, দেশের প্রতিটি পর্যটনকেন্দ্রেই অনেক সমস্যার পাশাপাশি নিরাপত্তাজনিত সমস্যা কী ভয়াবহভাবে জিইয়ে আছে ফের এরই নজির মিলল সম্প্রতি কক্সবাজার সৈকতে। এর আগে আমরা সংবাদমাধ্যমে দেখেছি দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রে পর্যটকদের নানা রকম বিড়ম্বনায় পড়ার খবর। সার্কভুক্ত দেশ ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপের মতো দেশও পর্যটনের বিকাশে কার্যকর ব্যবস্হা নিশ্চিত করে এই খাতটিকে শিল্প হিসেবে গড়ে তুলছে। বিশ্বের বিভিন্ন দেশে পর্যটনকেন্দ্রিক আয় জাতীয় অর্থনীতিতে বড় অবদান রাখছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, এ ক্ষেত্রে আমাদের অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও আমরা তা কাজে লাগাতে পারছি না। কোনো কোনো ক্ষেত্রে অবকাঠামোগত কিংবা যোগাযোগসহ কিছু সমস্যা জিইয়ে থাকলেও নিরাপত্তাজনিত সমস্যা প্রায় সর্বত্রই বিরাজমান। এই পরিস্হিতিতে আমরা বিকশিত পর্যটন খাতের স্বপ্ন দেখি কী করে?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us