সন্ত্রাস-চাঁদাবাজি ও ক্যাসিনোকাণ্ডের ক্ষত সারিয়ে মানবিকতায় এগোচ্ছে আওয়ামী লীগের দুই সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগ। সংগঠন দুটির বিরুদ্ধে একসময় নানান অভিযোগে দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হলেও বর্তমান পরিস্থিতি অনেকাংশে বিপরীত। বদনামের কালিমা মুছে সংগঠনে ও জনমনে স্বস্তি ফিরিয়েছে দেশের রাজনৈতিক ইতিহাসে গৌরবোজ্জ্বল এবং ঐতিহ্যবাহী এ দুই সংগঠন। ২০২১ সালে বিশেষত করোনাকালে উভয় সংগঠনই আর্তমানবতার সেবার অনন্য নজির স্থাপন করেছে। আর তাতে সাংগঠনিক কর্মকাণ্ডেও ফিরেছে ইতিবাচক ধারা।