এ বছর অগ্নিকাণ্ডের খবর শোনা ছিল যেন নিয়মিত ঘটনা। বছরের শেষে এসে মাঝনদীতে লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবরও শুনতে হয়েছে। আগুন থেকে বাঁচতে মানুষ নদীতে ঝাঁপ দিয়েছে, শেষ রক্ষা হয়নি তাতেও। নদীতে ভেসে উঠেছে পুড়ে যাওয়া লাশ।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কাগজ–কলমের হিসাব বলছে, সারা দেশে চলতি বছরে ২২ হাজারের বেশি অগ্নি দুর্ঘটনা ঘটেছে, মারা গেছেন ২ হাজার ৫৮০ জন। আগুনের ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১২ হাজার মানুষ।
কিন্তু কেন এত অগ্নিকাণ্ড? আগুন লাগার অনেক কারণ রয়েছে। ফায়ার সার্ভিসের উপপরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) দেবাশীষ বর্ধন প্রথম আলোকে বলেন, বৈদ্যুতিক গোলযোগের (নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারের কারণে দুর্ঘটনা) কারণে ৮০ শতাংশ অগ্নি দুর্ঘটনা ঘটে।