নিজেদের অন্ধকার ভবিষ্যৎ দেখে বিএনপি হতাশায় কাতর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘নির্বাচনে জনগণ থেকে প্রত্যাখ্যান আর আন্দোলনে চরম ব্যর্থতাই বিএনপি’র একমাত্র প্রাপ্তি।’
শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে সংসদ ভবন এলাকার সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
সরকারকে পদত্যাগে বাধ্য করতে ওয়ার্ম আপ চলছে, বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, ‘কোনও ওয়ার্ম আপেই কাজ হবে না। নেতিবাচক ও হঠকারী রাজনীতির কারণে জনগণ বিএনপিকে চিনে ফেলেছে।’