বছর শেষে নড়াচড়া বিএনপির

প্রথম আলো প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২১, ১০:৪৭

খালেদা জিয়ার মুক্তির জন্য এত দিন কিছু করতে না পারলেও চলতি বছরের শেষ দিকে এসে নড়েচড়ে উঠেছে বিএনপি। এখন দলটির সব ব্যস্ততা হাসপাতালে শয্যাশায়ী দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বিভিন্ন কর্মসূচি নিয়ে।


২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি অনেকটাই নীরব হয়ে পড়েছিল। গত সেপ্টেম্বরে দলটির এই নীরবতা ভাঙে। এরপর খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৯ নভেম্বর তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে ধারাবাহিক কর্মসূচি শুরু করে বিএনপি, যা এখনো চলছে। এর মধ্য দিয়ে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক সক্রিয়তা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন দলের নেতারা।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, ২০২১ সাল বিএনপির জন্য সংকটপূর্ণ গেছে। বিএনপির চেয়ারপারসন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এবং তিনি এখনো বন্দী অবস্থায় আছেন। তাঁর মুক্তির জন্য কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us