আওয়ামী লীগের হলোটা কী

প্রথম আলো ফারুক ওয়াসিফ প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২১, ০৭:০৪

সুখের দিনে সত্য না বললেও দুঃখের দিনে সত্য বলে ফেলে লোকে। বাস্তবে দুঃখের মধ্যে দিয়েই সত্যটা জানা হয়। সেই সত্যটা কঠিনই হয়। চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনও কঠিন সত্যটা বলে ফেলেছেন। চট্টগ্রামে আওয়ামী লীগের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘আওয়ামী লীগে এত বিপুলসংখ্যক নেতা-কর্মী থাকার পরও সংগঠনের অবস্থা কী? নির্দ্বিধায় বলব, যে অবস্থায় সংগঠন থাকার কথা, সেই অবস্থায় নেই।’ নাছির উদ্দীনের এই বয়ান সভায় উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান শুনেছেন।


এক যুগ রাষ্ট্রক্ষমতায় থাকার পরও এই অবস্থা কেন? তার উত্তরও নাছির সাহেবের বক্তব্যে রয়েছে। তিনি জানান, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব নেতা-কর্মী সরব, ফেসবুকে তাদের অ্যাকাউন্টগুলো যদি দেখা হয়, তাহলে দেখা যাবে, তারা যে মন্তব্য করে, তারা যে লাইকগুলো দেয়, সবগুলোই আত্মঘাতী। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের বিরুদ্ধেই শুধু তাদের প্রচারণা। জামায়াত-বিএনপির কোনো নেতার কর্মকাণ্ড নিয়ে কোনো আলোচনা-সমালোচনা থাকে না আওয়ামী লীগের নেতা-কর্মীদের।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us