মগজ নিয়ন্ত্রণের অস্ত্র বানাচ্ছে চীন, মারবে না কাটবে না, শুধু নিয়ন্ত্রণ করবে বিপক্ষকে

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২১, ২০:৫৬

ঘোর শত্রু পক্ষে চলে এলে সুবিধা কিন্তু অনেক পাওয়া যায়। যে জন আপনার কুৎসা রটায়- সেই যদি একদিন আপনার সুনাম গাইতে থাকে, মানুষ যেমন অবাক হবে- তেমনি আপনার সম্পর্কেও ভাববে নতুন আলোকে। তাই শত্রুকে হত্যা না করে তার ইচ্ছে-অনিচ্ছে নিয়ন্ত্রণ করা গেলে মন্দ হয় না মোটেও।


চীন নাকি এমন অস্ত্রসজ্জা তৈরি করছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। আমেরিকানদের দাবি, এসব অস্ত্র মারবে না, কাটবেও না- শুধু প্রতিপক্ষের মগজের দখল নেবে। আর চাইলে তাকে অক্ষমও করে দেওয়া যাবে এ উপায়ে।


চীনের সামরিক চিকিৎসা বিজ্ঞান একাডেমি এবং তাদের সাথে সম্পর্কিত ১১টি গবেষণা সংস্থার ওপর এনিয়ে নিষেধাজ্ঞাও আরোপ করেছে মার্কিন সরকার। নিষেধাজ্ঞার কারণ হিসেবে 'মগজ-নিয়ন্ত্রণের উদ্দেশ্যে অস্ত্র' তৈরিতে জৈবপ্রযুক্তির ব্যবহারকে উল্লেখ করা হয়েছে।     

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us