কী আছে ২০২২ সালের ঝুলিতে? যা বলে গেছেন নস্ট্রাডামুস

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২১, ১৬:১৮

দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন তিনি। বহু আগে নিখুঁতভাবে ভবিষ্যদ্বাণী করে গেছেন হিটলারের মৃত্যু থেকে শুরু করে পারমাণবিক বোমা আবিষ্কারের কথা। তিনি ফরাসি জ্যোতিষী ও ডাক্তার নস্ট্রাডামুস। 


১৫৫৫ সালে প্রকাশিত 'লে প্রফেতিয়েস' বইয়ে ভবিষ্যৎ সম্পর্কে বহু পূর্বাভাস দিয়েছেন এই ফরাসি দার্শনিক। লোকে বলে, জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উত্থানের ব্যাপারেও ভবিষ্যদ্বাণী করে গেছেন 'ধ্বংসের পয়গম্বর' নামে পরিচিত নস্ট্রাডামুস। বাইবেলের বিভিন্ন টেক্সট থেকে অনুপ্রাণিত হয়ে ও প্লেগ মহামারি থেকে অর্জিত নিজস্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে এসব ভবিষ্যদ্বাণী করেছেন তিনি।


প্রকাশের ৪০০ বছর পরও নস্ট্রাডামুসের বই আজও তুমুল জনপ্রিয়। কারণ তার ভবিষ্যদ্বাণীগুলো সম্পূর্ণ উন্মুক্ত এবং এসবের বহু রকমের অর্থ করা যেতে পারে। তার এসব ভবিষ্যদ্বাণী নিয়ে আজও মানুষ অবাক হয়, মজাও করে—কিন্তু এই মানুষটিকে এড়িয়ে যেতে পারে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us