রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগে রাতের তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অন্যান্য অঞ্চলের তাপমাত্রাও ধীরে ধীরে আরও কমে শীতের তীব্রতা বাড়তে পারে বলেও মনে করছেন আবহাওয়াবিদরা।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুন্ডে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি থেকে বেড়ে হয়েছে ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।