মুখে রয়েছে ব্রণ? এই ভুলগুলি অবশ্যই করবেন না!

এইসময় (ভারত) প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২১, ১৫:১০

নিজের নিজের মুখশ্রীর (Face) প্রতি আমাদের প্রত্যেকেরই আলাদা আকর্ষণ থাকে। তাই মুখের শ্রী বাড়ানোর চেষ্টা আমরা প্রায়ই করে থাকি। তবে সবসময় আমাদের চাহিদা মতো সবকিছু এগয় না। তখন এই সুন্দর মুখে কয়েকটি দানা বেরয়। এরপর সেই দানার আকার বড় হয়। দানাটি প্রথমে থাকে লাল। পরে সেখানে পুঁজ জমতে পারে। মুখের এই দানার নামই বাংলায় ব্রণ, ইংরেজিতে পিম্পল (Pimple) বা অ্যাকনে (Acne)।


ব্রণর সমস্যায় যাঁরা আক্রান্ত হয়েছেন তাঁরা প্রত্যেকেই মোটামুটি জানেনে এই অসুখ আত্মবিশ্বাসের উপর কতটা প্রভাব ফেলে! মুখ ভর্তি ব্রণ নিয়ে কত মানুষ বিনিদ্র রজনী পার করে দেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us