১৯৯৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি সমাবর্তনে ভাষণ দিতে গিয়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ বলেছিলেন, যে দেশে লেখাপড়া না জেনেই মন্ত্রী হওয়া যায় সে দেশে ছেলে-মেয়েরা কেন কষ্ট করে লেখাপড়া শিখবে? এ কারণেই কি না জানি না, তবে আমাদের ছেলে-মেয়েদের ভালোভাবে লেখাপড়ার কোনো সুযোগ আমরা তৈরি করতে পারিনি। কাজেই তারা ভালো করে লেখাপড়া করে না। কুদরাত-এ-খুদা শিক্ষানীতি করার পর প্রায় সারা দেশে তিনি তা প্রচার করেছিলেন। তিনি সবার কাছে অনুরোধ করেছিলেন সেই নীতি বাস্তবায়ন করার জন্য। আমাদের দুর্ভাগ্য যে আমরা কোনো ভালো শিক্ষানীতি আজ পর্যন্ত বাস্তবায়ন করতে পারিনি এবং শিক্ষা ব্যবস্থাপনা, পরিবেশ, মানসম্পন্ন শিক্ষক নিয়োগ থেকে শুরু করে উদাহরণ দেওয়ার মতো কিছুই করতে পারি না।