আজ থেকে চরকিতে দেখা যাবে আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত সিনেমা ‘রেহানা’। সিনেমাটি ঘরে বসেই দেখার সুযোগ করে দিচ্ছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি। নুভিস্তা ফার্মার নিবেদনে আজ বৃহস্পতিবার রাত আটটায় মুক্তি পাচ্ছে ছবিটি।
২০২১ সালে সিনেমাটি বাংলাদেশ থেকে প্রথমবারের মতো ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের আঁ সার্তেঁ রিগা বিভাগে প্রতিযোগিতা করে। এরপর থেকেই সিনেমাটি নিয়ে দেশের দর্শকের আগ্রহ বাড়ে। অনেকে সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখেছেন। অনেকের এখনো দেখার সুযোগ হয়নি। এবার দেশের যেকোনো জায়গা থেকে খুব সহজেই সিনেমাটি দেখার সুযোগ তৈরি করে দিল চরকি।