জীবন মেট্রোপলিটনে নয়, অন্য কোথাও

বিডি নিউজ ২৪ এম এম খালেকুজ্জামান প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২১, ১৭:১৩

মিলান কুন্ডেরার ‘লাইফ ইজ এলস হ্যোয়ার’ এর মতো করে বলতে হয়- জীবন এখানে নয় এই শহরে নয় অন্য কোথাও এই মেট্রোপলিটনের বাইরে। যেখানে কর্পোরেট দেখনদারী নেই, লিড টাইমের তাড়া নেই, মহামারীর প্রেক্ষাপটে ভার্চুয়াল মিটিং করতে করতে জুম ফ্যাটিগ হওয়া নেই। বরং এর উল্টোটা প্রার্থনীয় এবং এমন আদর্শ অবস্থা আসলে দুই দশক আগেও ছিল। তখন শান্ত ছিল কর্মজীবন প্রশান্ত ছিল অবসর। অথচ আজ মনে হয় তা যেন দূর অতীতের।


আমরা সব শহুরে মানুষেরা চাই বা না চাই অথবা না চাই, কমবেশি সবাই ফাস্ট ফুড, ফাস্ট ফ্যাশন তথা ফাস্ট লাইফের ফ্যালাসিতে ফেঁসে গেছি । ভুলে গেছি তিষ্ঠ ক্ষণকাল থামতে, যেন থামলেই পিছনেরজন পিষ্ঠ করে পৌঁছে যাবে তার অভীষ্ঠে। কোন ছুটি নাই কোন বিরতি নাই। ব্যস্ততা গ্রাস করেছে সপ্তাহান্তের ছুটিও।ইন্ড্রাসট্রিয়ালাইজড সভ্যতার বলি যেন সবাই। তবে ইকো ফ্রেন্ডলি (নামের বাহারই কেবল) ‘কুল অ্যান্ড কাম’ সপ্তাহান্তের বাহারি অফার নিয়ে লেইজারে প্লেজার দিতে গড়ে উঠেছে আরেক ইন্ডাস্ট্রি এবং তাও অনেক সবুজের বিনাশের বিনিময়ে। যুতসই কজি উইক এন্ড দিতেও আবার খরচ হয় অনেক প্রাকৃতিক শক্তি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us