ভারতের প্রথম সুপারস্টার রাজেশ খান্নার বায়োপিক!

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২১, ১৫:৫৪

'আরাধনা', 'কটি পতঙ্গ', 'অমর প্রেম', 'আনন্দ', 'খামোশি'র মতো একের পর এক ব্লকব্লাস্টার বক্স অফিস হিট সিনেমা উপহার দিয়ে আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছিলেন রাজেশ খান্না। তার সুবাদেই বলিউডে প্রথমবার 'সুপারস্টার' শব্দটি ব্যবহার হয়েছিল। ছিল নানান বিতর্কও। তবে সবকিছু পেরিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত দর্শকের ভালোবাসা কুড়িয়ে গিয়েছিলেন তিনি।


এবার ভারতের প্রথম সুপারস্টার প্রয়াত রাজেশ খান্নার বায়োপিক নির্মাণের ঘোষণা এলো। আর এই ঘোষণাটি দিয়েছেন বলি-প্রযোজক নিখিল দ্বিবেদী।


এ প্রসঙ্গে নিখিল দ্বিবেদী জানান, তার মতো এত বিরাট মাপের রাজকীয় ব্যক্তিত্বের অনেক বছর আগেই বায়োপিক হওয়া উচিত ছিল। তা যখন হয়নি, এবার তিনি নিজেই সেই দায়িত্ব নিয়েছেন। গৌতম চিন্তামণির লেখা বই ‘ডার্ক স্টার: দ্য লোনলিনেস অফ বিয়িং রাজেশ খান্না’র স্বত্বও কিনে নিয়েছেন নিখিল। সেই বই অনুযায়ী লেখা হবে সিনেমার চিত্রনাট্য। লিখবেন সেই বইয়ের লেখক গৌতম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us