সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বিদেশ যাত্রার ক্ষেত্রে ৩০ দিন পর্যন্ত ছুটি মঞ্জুর করতে পারবেন বিভাগীয় উপ-পরিচালক। সম্প্রতি এই আদেশ জারি করা হয়েছে বলে জানান প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম। এর আগে প্রধান শিক্ষককে বিদেশ যেতে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের অনুমোদন নিতে হতো।
মহাপরিচালকের সই করা গত ৮ ডিসেম্বরের অফিস আদেশে বলা হয়, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদমর্যাদা তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করে তাদের বেতনস্কেল ১১ থেকে ১২ নম্বর গ্রেডে নেওয়া হয়েছে। ফলে চিকিৎসাসহ জরুরি প্রয়োজনে প্রধান শিক্ষকদের বিদেশ যেতে ছুটি লাগলে মহাপরিচালকের অনুমোদন নিতে হতো। প্রাথমিক শিক্ষা অধিদফতরের কাজে প্রশাসনিক গতিশীলতা আনা, সেবার মানোন্নয়ন এবং সেবা সহজ করার জন্য প্রধান শিক্ষকদের সর্বোচ্চ ৩০ দিনের ছুটি মঞ্জুরের ক্ষমতা বিভাগীয় উপ-পরিচালকের নিকট ন্যস্ত করা হলো।’