৬৪-র ঝকঝকে যুবক। এখনও রাস্তায় বের হলে সুন্দরীরা তাকিয়ে থাকে। ‘মিস্টার ইন্ডিয়া’ থেকে ‘তেজাব’ হয়ে ‘স্লামডগ মিলিয়নেয়ার’ বা ‘২৪’ সিরিজ। শ্রীদেবী, মাধুরী দীক্ষিত হয়ে হলিউডের নীলনয়না সুন্দরী... বহু নায়িকার নায়ক অনিল কাপুর। কখনো তিনি ফিরে দেখেছেন কারোর দিকে? বলিউড বলছে, বিয়ের আগে নাকি ২৫ জনের সঙ্গে প্রেম ভেঙেছে পর্দার ‘লক্ষ্মণ’-এর!
মাটির কাছাকাছি থেকে উঠেছেন অনিল কাপুর। মধ্যবিত্ত পরিবারের সন্তান। বড় হয়েছেন চেম্বুরে, মুম্বাইয়ের কাছাকাছি একটি ছোট্ট জায়গায়। বহু পরিশ্রমের পরে তিনি বড় পর্দার ‘মিস্টার ইন্ডিয়া’।