আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি পাসপোর্ট অফিসের গেটে বোমা হামলার ঘটনা ঘটেছে। দেশটির একজন সরকারি মুখপাত্র বলেন, বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হয়েছেন। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, পাসপোর্ট অফিসের প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করার সময় ওই হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রত্যক্ষদর্শী একজন তালেবানের সদস্য বলেন, এ ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন। চারপাশের ভবন ও রাস্তাগুলো তালেবান নিরাপত্তা বাহিনী ঘিরে রেখেছে বলেও জানান তিনি।