জিকে শামীমের সহযোগীর বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২১, ১৬:০৬

দি বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েটসের চেয়ারম্যান ফজলুল করিম স্বপনের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত ও প্রতারণার শিকার ব্যক্তিরা। ক্যাসিনো কেলেঙ্কারির অভিযোগে বহিষ্কৃত যুবলীগ নেতা জিকে শামীমের ব্যবসায়িক অংশিদার হিসেবে পরিচিত তিনি। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগীরা। এসময় বিচারের দাবিতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর সাহায্য কামনা করেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ভুক্তভোগী জিয়াউর রহমান পারভেজ। তিনি বলেন, জিকে শামীমের ব্যবসায়ী পার্টনার ফজলুল করিম স্বপন কোটি কোটি টাকা আত্মসাৎকারী 'দি বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েট’ এর চেয়ারম্যান এবং সিইও।


অসংখ্য মানুষকে পথে বসিয়ে দেওয়া পলাতক স্বপন চৌধুরী চট্টগ্রামে দুদক মামলাসহ বহু মামলার আসামি, ভুয়া ওয়ারেন্ট সিন্ডিকেটের অন্যতম সহযোগীও বটে। জিয়াউর রহমান পারভেজ বলেন, পাওনাদের হয়রানি করতে স্বপন চৌধুরী ভুয়া ওয়ারেন্ট সিন্ডিকেটকে ব্যবহার করে থাকেন। ভুয়া ওয়ারেন্ট ইস্যু করে তিনি পুশিকেও বিভ্রান্ত করে থাকেন। সম্প্রতি আদালতের সিলমোহর জালিয়াতির মাধ্যমে ভুয়া গ্রেফতারি পরোয়ানা ইস্যু করার অভিযোগে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে অধ্যাপক কাজী মো. আবু কাইয়ুম ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us