ঠান্ডায় সাধারণত তরল পদার্থ ক্রমে ঘন হয় এবং একসময় হিমাঙ্কের নিচে নেমে গেলে জমাট বাঁধে। মানুষের শরীরের রক্তও তরল। তাহলে কি অতিরিক্ত শীতে শরীরের রক্ত জমে ঘন হয়ে যায়?
না, শীতকালে রক্তের ঘনত্ব বৃদ্ধি পাওয়ার কোনো কারণ নেই। বরং গরমকালে বাড়লেও বাড়তে পারে, সেটা ভিন্ন কারণে। মানুষ উষ্ণ রক্তের প্রাণী। শীত যত বেশি হোক না কেন, শরীরের তাপমাত্রা কিন্তু ৩৭ ডিগ্রি সেলসিয়াসেই স্থির থাকে। অতিরিক্ত শীতে যদি কারও শরীরের তাপমাত্রা খুব কমে যায় তাহলে সে অসুস্থ হয়ে পড়বে, এমনকি তার জীবন বিপন্ন হতে পারে। সুতরাং শীতকালের সঙ্গে রক্তের ঘনত্বের কোনো সম্পর্ক নেই।