আয়তনের দিক থেকে গাজীপুর দেশের সবচেয়ে বড় সিটি করপোরেশন। কিন্তু নাগরিক সুযোগ-সুবিধায় একেবারেই পিছিয়ে। রাস্তাঘাট, অলিগলি যে দিকে চোখ যায়, চারদিকেই ময়লা-আবর্জনার স্তূপ। সন্ধ্যা হলেই শুরু হয় মশার উৎপাত। নেই পর্যাপ্ত সড়কবাতি। আটকে আছে রাস্তা প্রশস্তকরণ ও উন্নয়নমূলক কর্মকাণ্ড।
সিটি করপোরেশনটির আয়তন প্রায় ৩২৯ দশমিক ৫৩ বর্গকিলোমিটার, জনসংখ্যা ৩০ লাখ। শিল্পকারখানা আছে ২ হাজার। অথচ এত লোকের, এত কলকারখানার বর্জ্য ও পয়োনিষ্কাশন ব্যবস্থা প্রায় নেই বললেই চলে। অধিকাংশ এলাকা এখনো রয়ে গেছে গ্রামীণ আবহে। এসব এলাকার বাসিন্দারা কর দিলেও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ময়লা-আবর্জনা এখনো আগের মতোই আছে। মশার উপদ্রব কমাতে দু-এক দিনের মধ্যেই ওষুধ ছিটানোর কার্যক্রম শুরু করা হবে।