যুগ যুগ ধরেই কাপড় তৈরি ও বিক্রির সঙ্গে কোটি কোটি মানুষ জড়িত। কিছু কাপড় গুণে মানে অনন্য, আবার কিছু কাপড় ব্যবহার করা হয় কেবল স্টাইলিংয়ের জন্যই। কিছু কাপড় তৈরি করা হয় নিত্যদিনের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে, আবার কিছু কাপড় কেবল একটি মাত্র অনুষ্ঠানে পরার জন্যই বানানো হয়। বাজারে নানা ধরনের ফেব্রিক বা কাপড়ের ছড়াছড়ি থাকলেও চাহিদা রয়েছে হাতে গোনা কিছু কাপড়েরই। এগুলো যেমন আরামদায়ক, তেমনি ফ্যাশনেবলও। টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে যুগ যুগ ধরে চাহিদার শীর্ষে থাকা এমনই ৫ ফেব্রিক সম্পর্কে।
সুতি
বাতাস চলাচল করতে পারে, এমন নরম ও হালকা কাপড় হচ্ছে সুতি। সবচেয়ে বেশি ব্যবহৃত কাপড়ের মধ্যে তাই সবার চাইতে এগিয়ে আছে সুতি। বিশ্বজুড়ে টি-শার্ট, কুর্তিসহ নানা ধরনের পোশাক বানানো হয় এই কাপড় ব্যবহার করে। এই ফেব্রিক পরতে যেমন আরামদায়ক, তেমনি দেখতেও স্টাইলিশ।