এ দেশে ছেলেদের ফুটবল যখন হতাশার বৃত্তে ঘুরপাক খাচ্ছে, তখন একদল কিশোরী সেই ফুটবল মাঠেই আলো জ্বাললেন। তাঁদের পায়েই হঠাৎ মিলল সত্যিকার নান্দনিকতা। ছেলেদের টানা ব্যর্থতার বিপরীতে সাফল্যও ধরা দিল মুঠোয়। বাংলাদেশ এশিয়ার মূল পর্বে গেল, চ্যাম্পিয়ন হলো সাফে। মারিয়া মান্দা, মনিকা চাকমারা সেই ধারাবাহিকতায় আজ আরো একটা সাফ শ্রেষ্ঠত্বের লড়াইয়ে।
অনূর্ধ্ব-১৯ এই সাফের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২০১৮ সালে নেপালকে হারিয়ে জেতা শিরোপাটাই আজ ধরে রাখার পালা ভারতের বিপক্ষে। ভারত এই অঞ্চলে কোন খেলায় ছড়ি ঘোরায় না! কিন্তু বাংলাদেশের মেয়েরা ফুটবল মাঠ মাতাচ্ছে এই ভারতকেই যখন-তখন হারিয়ে দিয়ে। কমলাপুর স্টেডিয়ামেই ২০১৭ সালে ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৫ সাফের শিরোপা জেতে বাংলাদেশের কিশোরীরা। সেই আসরে গ্রুপ পর্ব ও ফাইনালে দুইবার ভারতকে হারায় বাংলাদেশ। এবারের সাফেও এরই মধ্যে একবার তাদের হারানো হয়ে গেছে।