নারী-পুরুষ উভয়ের মধ্যেই অভ্যাসগত অমিল থাকতে পারেন। আমাদের সবারই কোনো না কোনো সমস্যা থাকে। কেউই নিখুঁত নই। তাই মিস্টার রাইটকে খুঁজে পাওয়া বেশ কঠিন। যদি আপনি পছন্দের সঙ্গীকে বিয়ে করতে চান, তাহলে অবশ্যই তার অভ্যাসগুলো সম্পর্কে আগে থেকে জেনে নেবেন। আপনার পুরুষ সঙ্গীর মধ্যে যদি এই ৭ অভ্যাস দেখেন, তাহলে তাকে বিয়ে না করাই উত্তম।
জেনে নিন কোন অভ্যাসগুলো- >> প্রতিশ্রুতি ভাঙার অভ্যাস থাকে যাদের মধ্যে, তারা কখনো দায়িত্বশীল হন না। এমন প্রকৃতির মানুষেরা বেশ সাংঘাতিক হন। একবার বা দুইবার নয় বারবার যদি পুরুষ সঙ্গী প্রতিশ্রুতি ভাঙেন, তাহলে তার সঙ্গে জীবন কাটানোর স্বপ্ন দেখবেন না। এই ধরনের লোকেরা মানুষকে বেশ সহজেই বোকা বানাতে পারেন।
>> নিয়ন্ত্রণ করার মনোভাব অনেক নারী-পুরুষের মধ্যেই থাকে। তবে পুরুষ সঙ্গী যদি আপনার উপর বেশি খবরদারি চালায় যেমন- এটা খাও, ওটা পরো, এভাবে হাঁটো, কোথায় তুমি? ইত্যাদি প্রশ্নের বারবার মুখোমুখি হলে বুঝতে হবে তিনি আপনাকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন। ভবিষ্যতে এমন ব্যক্তির সঙ্গে সংসার করা আপনার জন্য যন্ত্রণাদায়ক হয়ে উঠবে।