একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন সাদিয়া জাহান (ছদ্মনাম)। তার মেয়ের বয়স ১ বছর। কাজে আসার সময় মেয়েকে মায়ের কাছে রেখে আসেন তিনি। আসলে বাধ্য হন রেখে আসতে। কারণ তার অফিসে কোনো ডে কেয়ার সেন্টার নেই।
অফিস থেকে সাদিয়ার বাসা প্রায় ১০ কিলোমিটার দূরে। রাজধানীর প্রতিদিনের যানজট ঠেলে অফিসে যেতে সময় লেগে যায় অন্তত দেড় ঘণ্টা। ফিরতেও লাগে একই সময়। এর সঙ্গে যোগ হয় বাসে ওঠার জন্য বাড়তি সময়। সব মিলিয়ে প্রতিদিন প্রায় ১২ ঘণ্টা সন্তান থেকে দূরে থাকতে হয় তাকে। অফিসের দায়িত্ব যথাযথভাবে পালন করলেও তার মন পড়ে থাকে সন্তানের কাছে।
যূথী পাল (ছদ্মনাম) কাজ করেন একটি সরকারি ব্যাংকে। তার অফিসে নারীদের জন্য আলাদা ওয়াশ রুম নেই। অস্বস্তি হলেও বাধ্য হয়ে তাকে কমন ওয়াশ রুম ব্যবহার করতে হয়। সবচেয়ে বড় সমস্যায় পড়েন পিরিয়ডের দিনগুলোতে।