সব কিছুই নিয়মরক্ষার?

জাগো নিউজ ২৪ বিভুরঞ্জন সরকার প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২১, ০৯:৫৪

কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে ১৪ ফেব্রুয়ারি। এরমধ্যেই নতুন নির্বাচন কমিশন গঠনের প্রস্তুতি শুরু হয়েছে। সংসদের বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে ২০ ডিসেম্বর সংলাপের মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠনের তৎপরতা শুরু করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে আগের বার ৩১টির সঙ্গে সংলাপ হয়েছিল। এবার কতটি দলের সঙ্গে সংলাপ হবে তা জানা না গেলেও অনেক নিবন্ধিত দলই আমন্ত্রণ পাবে। বিএনপি আমন্ত্রণ পেলেও বঙ্গভবনে যাবে কিনা সেটা এখনও নিশ্চিত নয়। এই সংলাপের মাধ্যমে সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন গঠন করা সম্ভব হবে বলে বিএনপি মনে করে না। অন্য দলগুলোও হয়তো মনে করে না। তারপরও অনেক দলই রাষ্ট্রপতির সংলাপে উপস্থিত হয়ে নিজেদের মতামত তুলে ধরবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us