ক্ষমতাসীন দল আওয়ামী লীগ স্বাধীনতার বিরোধীশক্তিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমাদের সমস্ত রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো, শিক্ষা ব্যবস্থা, বিচার, প্রশাসন- সবকিছুকে ধ্বংস করে ফেলেছে আওয়ামী লীগ। আমাদের অর্থনীতিকে একটা পরনির্ভরশীল অর্থনীতিতে পরিণত করেছে তারা।
সোমবার মহানগর নাট্যমঞ্চে বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'বাংলাদেশে উন্নয়নের নাকি বন্যা বইয়ে দিয়েছে আওয়ামী লীগ। কিন্তু স্বাধীনতার এই ৫০ বছরে দেশের গরীর আরও গরীব হয়েছে। আর আওয়ামী লীগের সহায়তাপুষ্ট, মদদপুষ্টরা আরও ধনী হয়েছে। দেশের কৃষকেরা পণ্যের দাম পাচ্ছে না, শ্রমিকেরা ন্যায্য পাওনা মজুরি পাচ্ছে না। যে আশা-আকাঙ্খাকে সামনে রেখে, যে স্বপ্নকে ধারণ করে মুক্তিযুদ্ধ করেছিলাম স্বাধীনতার ৫০ বছর পরে আমাদের পরাজয়ের গ্লানি বহন করতে হচ্ছে। মুক্ত সমাজ, গণতান্ত্রিক সমাজ তৈরি করতে পারিনি।'