শীতের সন্ধ্যায় ধোঁয়া ওঠা চায়ের সঙ্গে পরিবেশন করার জন্য ফুলকপি দিয়ে মজাদার পাকোড়া বানিয়ে ফেলতে পারেন। ক্রিসপি চিকেনের মতোই কুড়মুড়ে স্বাদের হবে এই পাকোড়া। জেনে নিন রেসিপি।
প্রস্তুত প্রণালি
ফুলকপি বড় টুকরা করে কেটে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ডুবিয়ে দিন। ১ টেবিল চামচ ভিনেগার ও ১ চা চামচ লবণ দিয়ে দিন পানিতে। ভালো করে পানিতে মিশিয়ে ১৫ মিনিট রেখে দিন। এতে ফুলকপির ভেতরে পোকা থাকলে বেরিয়ে যাবে।
চুলায় হাঁড়িতে পর্যাপ্ত পানি দিন। বলক উঠে গেলে ১ টেবিল চামচ লবণ দিয়ে দিন। বলক ওঠা পানিতে ফুলকপির টুকরোগুলো দিয়ে ৩ মিনিটের জন্য ঢেকে দিন হাঁড়ি। এর বেশি রাখলে বেশি সেদ্ধ হয়ে যাবে ফুলকপি। ফুলকপির কাঁচা ভাব চলে গেলে পানি থেকে উঠিয়ে আধা ঘণ্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দিন।