বিজয়ের সুবর্ণজয়ন্তীর শোভাযাত্রার মধ্য দিয়ে ‘গণতন্ত্র প্রতিষ্ঠা ও অধিকার আদায়ের’ লড়াইয়ে নতুন করে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সব চিন্তাচেতনাকে ধ্বংস করার অভিযোগ তুলে এ আহ্বান জানিয়েছেন তিনি।
আজ রোববার বিকেলে রাজধানীতে বিজয় দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধনকালে মির্জা ফখরুল অভিযোগ করেন, একদলীয় বাকশাল কায়েম করতে সরকার জাতির ওপর নির্যাতনের ‘স্টিম রোলার’ চালাচ্ছে।
মির্জা ফখরুল বলেন, ‘আজকে আমরা যখন স্বাধীনতার ৫০ বছর উদ্যাপন করছি, সেই সময় আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা, এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া এ সরকারের কারাগারে আটকাবস্থায় অসুস্থ হয়ে হাসপাতালে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে। সেই সময় আমরা বিজয় র্যালি করছি।’