টিলার পল্লীতে সুপেয় পানির অভাব, বিপর্যস্ত জনজীবন

ঢাকা টাইমস প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২১, ১১:৫৮

সমতলে পানির সুব্যবস্থা নিশ্চিত করা গেলেও কয়েক যুগ ধরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বেশ কয়েকটি টিলায় বিশুদ্ধ পানি খাওয়ার ব্যবস্থা নেই। দুর্গম পাহাড়ি টিলার পল্লীতে পাহাড়ি ঝর্ণা ও নদী পানির উৎস থাকলেও সবসময় সেখানে পর্যাপ্ত সুপেয় ও নিরাপদ পানি না পাওয়ায় মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। ফলে বিভিন্ন রকম পানিবাহিত রোগ দেখা দেয়। এ অবস্থা চললেও টিলাবাসীর পানির সমস্যা সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেই।


উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বারেকটিলা, মাঝের টিলা, চানপুর টিলায় ৩ শতাধিক পরিবার বসবাস করে। ভুক্তভোগীরা দিনের পর দিন বিশুদ্ধ পানি সংকটে থাকার বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের লোকজনকে অবহিত করলেও কোনো সুফল পাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। বারেকটিলা, মাঝের টিলা, চানপুর টিলায় বসবাসকারী ও স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, টাংগুয়ার হাওর সীমান্তে শহীদ সিরাজ লেক, এশিয়ার বৃহত্তর শিমুল বাগান, বারেকটিলার জন্য পর্যটন স্পষ্ট হিসেবেও তাহিরপুর উপজেলা অত্যন্ত সুপরিচিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us