সমতলে পানির সুব্যবস্থা নিশ্চিত করা গেলেও কয়েক যুগ ধরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বেশ কয়েকটি টিলায় বিশুদ্ধ পানি খাওয়ার ব্যবস্থা নেই। দুর্গম পাহাড়ি টিলার পল্লীতে পাহাড়ি ঝর্ণা ও নদী পানির উৎস থাকলেও সবসময় সেখানে পর্যাপ্ত সুপেয় ও নিরাপদ পানি না পাওয়ায় মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। ফলে বিভিন্ন রকম পানিবাহিত রোগ দেখা দেয়। এ অবস্থা চললেও টিলাবাসীর পানির সমস্যা সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেই।
উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বারেকটিলা, মাঝের টিলা, চানপুর টিলায় ৩ শতাধিক পরিবার বসবাস করে। ভুক্তভোগীরা দিনের পর দিন বিশুদ্ধ পানি সংকটে থাকার বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের লোকজনকে অবহিত করলেও কোনো সুফল পাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। বারেকটিলা, মাঝের টিলা, চানপুর টিলায় বসবাসকারী ও স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, টাংগুয়ার হাওর সীমান্তে শহীদ সিরাজ লেক, এশিয়ার বৃহত্তর শিমুল বাগান, বারেকটিলার জন্য পর্যটন স্পষ্ট হিসেবেও তাহিরপুর উপজেলা অত্যন্ত সুপরিচিত।