পাঁচ মাসে কৃষি পণ্যের রফতানি আয় ৫৫ কোটি ডলার

নয়া দিগন্ত প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২১, ১৩:৫৪

চলতি ২০২১-২২ অর্থ বছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) ৫৫ কোটি ৬৪ লাখ মার্কিন ডলারের কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্য রফতানি হয়েছে। আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় এই আয় ২৪ দশমিক ৩৭ শতাংশ বেশি।


শনিবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। বিগত ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ প্রথমবারের মত ১০০ কোটি ডলারের কৃষি পণ্য রফতানির মাইলফলক অর্জন করে। চলতি অর্থবছরে সেই ধারাবাহিকতা বজায় রয়েছে। গত অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে রফতানি আয় ছিল ৪৪ কোটি ৭৪ লাখ ডলারের।


বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যানুসারে, বাংলাদেশের উল্লেখযোগ্য কৃষিজাত রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে, শাকসবজি, চা, ফুল, ফলমূল, নানা রকম মসলা, তামাক, শুকনা খাবার ইত্যাদি। তবে ‘ড্রাই ফুড’ তথা ‘শুকনা খাবার’ রপ্তানিতে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। রফতানি করা ড্রাই ফুডের মধ্যে বিস্কুট, চানাচুর, কেক, পটেটো ক্রাকার ও বাদামের মতো নানা পণ্য উল্লেখযোগ্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us