আফগানিস্তানের সাবেক আশরাফ গনি সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মুহিব দাবি করেছেন, তাদের কাছে এই মর্মে সুনির্দিষ্টি তথ্য ছিল যে, প্রেসিডেন্ট আশরাফ গনিকে হত্যা করার পরিকল্পনা করেছে তালেবান। তিনি শুক্রবার ভয়েস অব আমেরিকাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, গত ১৫ আগস্ট তালেবানের হাতে কাবুলের পতনের দিন শীর্ষস্থানীয় তালেবান নেতা খলিল হক্কানি তাকে (মুহিবকে) বলেছিলেন, আগে আত্মসমর্পন করুন তারপর আলোচনা হবে।