সারা দেশে অনলাইন জুয়া পরিচালনার সঙ্গে জড়িত শতাধিক ব্যক্তির সন্ধান পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এই চক্রের ১৫ জনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। সিআইডি বলছে, রাশিয়ায় বসে তিন বাংলাদেশি দুটি ওয়েবসাইট খুলে অনলাইন জুয়া চালাচ্ছেন। জুয়ার টাকা ক্যামেরার ব্যবসার আড়ালে এবং অবৈধ ব্যাংকিং বা হুন্ডির মাধ্যমে রাশিয়ায় পাচার হচ্ছে।
সিআইডি সূত্র জানায়, অনলাইন জুয়ার মাধ্যমে সারা দেশ থেকে প্রতি মাসে প্রায় ১০ কোটি টাকা তুলে নিচ্ছেন এই চক্রের সদস্যরা। এই টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রথমে জমা হয় ফজলুল হক নামে ঢাকার এক ক্যামেরা ব্যবসায়ীর পাঁচটি ব্যাংক হিসাবে। পরে ব্যাংক হিসাব থেকে এই টাকা তুলে একটা অংশ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন দেশে থাকা জুয়াড়ি চক্রের সদস্যরা। বাকি টাকা ওই ব্যবসায়ীর মাধ্যমে রাশিয়ায় চক্রপ্রধানের কাছে পাচার হয়।